কিছুদিন আগে ভারতের একটি গর্ভবতী হাতীকে নিয়ে পুরো সামাজিক মাধ্যম তোলপাড় দেখলাম সবাই প্রতিবাদের ঝড় তুলেছে, কিন্তু গতকাল চট্টগ্রামে আইসিইউ খুঁজতে খুঁজতেই ১০ মাসের সুস্থ বাচ্চা পেটে মারা গেলেন এবং পরে প্রসূতি নারীটিও মারা গেলেন, করোনা সন্দেহে চিকিৎসার অবহেলায় সেইটা নিয়ে কোনো প্রতিবাদ নেই, নেই কোনো তোলপাড়, নেই কোনো ঝড়।অথচ ভাবুন কষ্টের দিক দিয়ে দুজনের কষ্ট সমান, হাতিটিও গর্ভবতী ছিলো সেটিকে মেরেছিলো কিছু নরপশু,
আর গতকালের মারা যাওয়া মহিলাটাও ছিলো গর্ভবতী তাছাড়া গতকাল দশমাসের অন্তঃসত্ত্বা মহিলাটি চিকিৎসা পেলে ফুটফুটে নবজাতকটিও পৃথিবীর মুখ দেখতো কিন্তু তা হয়নি কারণ আমাদের চট্টগ্রামকে শ্বাস নিতে দিচ্ছেন না কিছু সিন্ডিকেট, আইসিইউ দিচ্ছেন না। হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরছি, আর রাস্তায় মরছি আমরা চট্টগ্রামবাসী।আমরা চট্টগ্রামবাসী আমরা বাণিজ্যিক রাজধানীর বাসিন্দা কিন্তু আমাদের নেই সঠিক চিকিৎসা ব্যবস্থা! আমরা হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরছি কেউ আমাদের কে চিকিৎসা দিচ্ছেন না,
কেউ আইসিইউ দিচ্ছেন না। সিন্ডিকেটরা মিলে অক্সিজেন সিলিন্ডারের দাম বাড়িয়েছে ৫ গুন এতে করে শ্বাস নিতেও পারছি না আমরা অভাগা বাণিজ্যিক রাজধানীবাসীরা।কিন্তু দেখছি ঠিকই ভিআইপিরা চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছে চিকিৎসার জন্য শুধু চিকিৎসার অভাবে হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে মরছে সাধারণ চট্টগ্রামবাসীরা। কিন্তু তা নিয়ে নেই কোনো প্রতিবাদ, নেই কোনো ঝড় কারণ আমরা আসলেই মায়া কান্না ভালো পারি!