চট্টগ্রাম প্রেসক্লাব সাংবাদিক সম্মেলন কক্ষে মদিনার আলো প্রকাশনা উৎসব সম্পূর্ণ হয়
সৃজনশীল ইসলামী পত্রিকা ত্রৈমাসিক মদীনার আলো প্রকাশনা উৎসব গতকাল ১৩ অক্টোবর শনিবার বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবস্থ আলহাজ্ব আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মুসলেহ উদ্দিন মুহম্মদ বদরুল-এর সভাপতিত্বে ও মুহাম্মদ নাছির উদ্দিনের সঞ্চালনায় প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন পীরে ত্বরিকত শাহ মুহাম্মদ আবদুল হালিম আল মাদানী। বক্তারা বলেন, এ পত্রিকার মাধ্যমে মদীনার নূরের আলো সর্বত্রই ছড়িয়ে পড়বে। তারা পত্রিকাটি আরও
কলেবরে সাজানোর আহবান জানান। সেই সাথে পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন, দারুস সুন্নাহ জামেয়া মুজাদ্দেদীয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা এহছান উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক (পূর্বকোণ) এস এম শোয়েব খান, শাহজাহান কবির চৌধুরী, লায়ন মুহাম্মদ মমতাজুল ইসলাম, আলহাজ্ব মাওলানা শফিউল হক আশরাফী, মঈনুদ্দীন কাদের লাভলু, চৌধুরী মো. আহছান খুররম, আমিনুল হক, গোলাম মামুন জাবু, সৈয়দ খালেদুল আনোয়ার, আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি সাংবাদিক শোয়েব খান বক্তব্যে বলেন, নগরীর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মদীনার আলো পরিচালনা পর্ষদের বসে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নেয়া প্রয়োজন। প্রধান আলোচক বক্তব্যে, মদীনার আলোর মর্যাদার বিশেষ দিক তুলে ধরেন এবং সকলকে বইটি পড়ার ও সংগ্রহে রাখার আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক সাইদুল ইসলাম, মো. শাহজাহান খান, আলমগীর চৌধুরী, আলহাজ্ব সৈয়দ নুরুল আবছার, সাইফুদ্দিন আহমদ, বেদারুল ইসলাম, মো. সেলিম, আসিফুর রহমান, মুনতাসির তাওসিফ, মো. শামসুল হক, মো. জাফর ইকবাল, গোলাম রব্বানী, মো. সাজ্জাদ, মো. ফরিদ উদ্দিন নুরুদ্দিন, কামরুল আলম চৌধুরী, আরিফুল ইসলাম চৌধুরী সোহেল প্রমুখ।
কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু অনুষ্ঠান মিলাদ, কিয়াম ও মুনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।