
হাজারো আশা নিয়ে পরিবার নিয়ে শহরে এসেছিলো অনেক অনেক মানুষ কিন্তু তাদের সব স্বপ্ন তছনছ হয়ে গেলো সেই হিসেব কি রাখছেন সাহেব? সমাজে চারিদিকে বেকার উপাধি পাওয়া যুবকটি যখন একটি ক্ষুদ্র ব্যবসা শুরু করেছে তৎক্ষণাৎ লকডাউনে বন্ধ হয়ে গেছে ব্যবসা আবারো সে বেকারের উপাধিতে নাম লিখিয়েছে সেই হিসেব কি রাখছেন সাহেব?চাকরির বাজারে চাকরি নাই তাও অনেক কষ্ট করে হাজারো লবিং লাগিয়ে কোনোরকম একটি ছোট্ট চাকরি জোগাড় করেছে অনেকে সেই চাকরিটাও যাওয়ার পথে সেই হিসেব কি রাখছেন সাহেব?
গার্মেন্টস শ্রমিকদের একবার বাড়িতে পাঠালেন আবার বাড়ি থেকে আনলেন এখন আবার ছাঁটাই করবেন এতে করে কতো পরিবার পঙ্গু হবে সেই হিসেব কি রাখছেন সাহেব?প্রবাসীদের রেমিট্যান্স দিয়ে চাঙ্গা ছিলো এই দেশ, তাদের ঘাম জড়ানো অর্থ দিয়ে চাঙ্গা রেখেছিল এই দেশের অর্থনীতি তারাও এখন ছাঁটাই হয়ে দেশে আসবেন এতে করে তাদের পরিবারের কি হবে সেই হিসেব কি রাখছেন সাহেব?এই করোনাকালে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে প্রথমে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস এবং এখন অক্সিজেন সিলিন্ডারের দাম ৫ গুন বাড়িয়ে আমাদের শ্বাস নিতে দিচ্ছে না সেই খবর কি রাখছেন সাহেব? হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরছে আর রাস্তায় মরছে কতো মানুষ সেই হিসেব কি রাখছেন সাহেব?
ও সাহেব…. ও সাহেব…… কতো মানুষের স্বপ্ন তছনছ হচ্ছে সেই হিসেব কি রাখছেন সাহেব?
আল ওমায়ের (সাকিব)|লেখক, অনলাইন এক্টিভিস্ট