
বোলখালি সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ ৪ তলা বিশিষ্ট নব নির্মিত ভবন উদ্বোধনকালে একথা মন্তব্য করেন মাঈনুদ্দিন খান বাদল দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে
নৌকা মার্কায় ভোট দিন। মঈন উদ্দিন খান বাদল এমপি বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজে ৪তলা
বিশিষ্ট নব নির্মিত ভবনের উদ্বোধন ও আলোচনা সভা
বোয়াখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজে ৪তলা বিশিষ্ট নব নির্মিত ভবনের উদ্বোধন ও আলোচনা সভায় অধ্যক্ষ সমির দাশ এর সভাপতিত্বে ও অধ্যাপক মহসিন এর সঞ্চালনায় আজ ১৪ অক্টোবর সকাল ১১ ঘটিকায় সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ভবনের উন্মোচন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ৮-আসনের মাননীয় সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মোঃ ইউনুছ, সৈয়দুল আলম, মুক্তিযোদ্ধা এস এম সেলিম, ও.সি সাইরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা রফিক তালুকদার, মোঃ রোস্তম আলী, আবুল হোসেন, এম এস আলম, বোয়ালখালী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সেলিম উদ্দিন প্রমুখ।
মাননীয় সংসদ বলেন, সারা বাংলাদেশের জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এর মাঝে রোড লেভেলে গরীব দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তনেই এর সরকার বেশী নজর দিয়েছে। বর্তমান সরকার শিক্ষাঙ্গণে ব্যাপক উন্নয়ন ধারা অব্যাহত রাখতে শিক্ষক, অবিভাভক ও ছাত্র-ছাত্রীদের দেশ গড়ার অঙ্গিকার ব্যক্ত করে। আগামীতেও শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হবে বলে মনে করি।