সরিষাবাড়ী প্রতিনিধি)
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় রোজ সোমবার ১৫/০৬/২০২০ইং ৩নং ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে শারীরিক প্রতিবন্ধী ইয়াছিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।স্থানীয়দের সূত্রে জানা যায়, শিশু ইয়াছিন ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার রফিক মিয়ার ছেলে শারীরিক প্রতিবন্ধী ছিল।
শিশু ইয়াছিন এবং তার সহপাঠী মমিন মিয়া দু’জনে বাড়ির পাশে থাকা খাল পাড়ের রাস্তায় খেলতে যায়। হটাৎ খেলতে খেলতে দু’জনের মধ্যে থেকে ইয়াছিন খালের পানিতে পড়ে যায়। এ সময সাথে থাকা শিশু মমিন মিয়া পানিতে পড়ে যাওয়া দেখে দৌড়ে বাড়িতে গিয়ে ইয়াছিনের মা-বাবাকে খবর দেয়।পরে শারীরিক প্রতিবন্ধী ইয়াছিনের মা এবং বাড়ীর প্রতিবেশী লোকজন খালের পানিতে খুজতে থাকে। অনেকক্ষণ খুঁজাখুঁজির পর শিশু ইয়াছিনকে মৃত অবস্থায় খুজে পাওয়া যায়।