চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ
আজ সোমবার ১৫ জুন চুয়াডাঙ্গা পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছোট বলদিয়া গ্ৰামের দক্ষিণ পাড়ার জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম। ওই এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি জামে মসজিদ নির্মাণে সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
উদ্বোধনকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দেশের মানুষ ঘরে বন্দি হয়ে রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন দেশের প্রতিটি মানুষকে সাহায্য করার জন্য তাই আমরা জনপ্রতিনিধি হিসেবে, আমরা সকলের পাশে রয়েছি সমাজের বিত্তশালীরাও যদি অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে কেউ অনাহারে দিন কাটাবে না। মসজিদের উদ্বোধন শেষে মোনাজাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দেশের মানুষের জন্য দোয়া কামনা করেন তিনি।