
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর কানীহাটি চা-বাগানের জোড়াপুল এলাকা থেকে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত ওয়াজকুরনী(২৫) কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের লালারচক এলাকার মুহাম্মদ আলীর ছেলে।
কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম এএসআই আনিসুর রহমান, এএসআই আয়েছ আহমেদ, এএসআই হামিদুর রহমানের নেতৃত্বে শমশেরনগরের কানীহাটি চা বাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।ইয়াবাসহ এক যুবক আটকের সত্যতা নিশ্চিত করে এএসআই হামিদুর রহমান জানান, ১৭০ পিস ইয়াবার বাজার মুল্য ৫১হাজার টাকা। মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।