করোনাকালে মৃত বরনকারীদের লাশ দাফন-কাফন কাজে ১৯ জুন, শুক্রবার, চন্দনাইশ পৌরসভা হযরত আমিন উল্লাহ শাহ (রহ:) হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে গাউসিয়া কমিটি চন্দনাইশ পৌরসভার স্বেচ্ছাসেবক টিমকে হযরত ইমাম হাসান- হোসাইন (রা:) স্মৃতি বিজড়িত ও আর্ত-মানবতার সেবায় নিয়োজিত আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করছেন ফাউন্ডেশনের পৃষ্ঠাপোষক ও গাউসিয়া কমিটি দুবাই ইন্টারন্যাশনাল সিটির সভাপতি, আলহাজ্ব মুহাম্মদ ফারুক বাহাদুর।
এসময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি চন্দনাইশ পৌরসভার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দুল হক আল-কাদেরী, সহ-সাংগঠনি সম্পাদক মুহাম্মদ মঈন উদ্দিন, গাউসিয়া কমিটি চন্দনাইশ পৌরসভার স্বেচ্ছাসেবক টিমের সমন্বয়ক মারুফ রেজা, আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, আবদুস সবুর, আবুল হোসেন, আনজুমান সিকিউরিটি ফোর্স (এএসএফ) সদস্য হাসান মুরাদ পারভেজ, মুহাম্মদ আদনান হোসাইন,
ছাত্রসেনা চন্দনাইশ পৌরসভার সাবেক সভাপতি মাওলানা ফরহাদ হোসাইন, সাধারণ সম্পাদক হামিদ হোসাইন, তৌহিদুল ইসলাম, আরফাত উদ্দিন, আমির হোসেন প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা অভিমত ব্যক্ত করে বলেন দেশের বিভিন্ন এলাকায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাওয়া মৃত ব্যক্তি র সম্মান ও সামাজিক দায়িত্ববোধের কথা বিবেচনা করে দেশব্যাপী গাউসিয়া কমিটি স্বেচ্ছাসেবকদের টিমের পাশাপাশি আরো অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামের রীতি অনুযায়ী দাফন-কাফনের কাজ করে যাচ্ছেন।
কিন্তু কাজ সম্পন্ন করতে হলে তাদের আগে ভাইরাস রোধী সরঞ্জাম পড়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাই চট্টগ্রামের বিভিন্ন জায়গায় দাফন-কাফনের টিম কে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহযোগীতার পাশাপাশি এই দুর্যোগে অসহায় মানুষের খাদ্য সহায়তা করে যাচ্ছেন আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশন। পরিশেষে যারা এ মানবিক কাজে এগিয়ে এসেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।