নিজস্ব প্রতিবেদক। অজানা বাংলাদেশ।
চট্টগ্রাম: হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আ’লা হযরত ইমাম আহমদ রেযা (র)’র ওফাত শতবার্ষিকী উদযাপনে আ’লা হযরত কনফারেন্স আজ সোমবার বিকেল ৩টা থেকে নগরীর জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। আ’লা হযরত ফাউন্ডেশন বাংলাদেশের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে ছিলেন পাকিস্তান সিরিকোট শরীফ থেকে আগত আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ মুদ্দাযিল্লুহুল আলী। প্রধান আলোচক হিসেবে ছিলেন আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ
মুহাম্মদ আহম্মদ শাহ্ মুদ্দাযিল্লুহুল আলী। আ’লা হযরত (র)’র ওফাত শতবার্ষিকী উদযাপন পরিষদ ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে কনফারেন্স এর বিশেষ অতিথি হিসেবে ছিলেন মিশর আল-আযহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল্লামা ড. শায়খ আহমদ নায়না আল আযহারী, ভারতের কাচওয়াসা শরীফের আল্লামা হাফিজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ নুরানী মিয়া আল আশরাফী আল জিলানী, বেরেলী শরীফের শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ রাহাত খান কাদেরী। কনফারেন্সে শুরুতে কেরাত্ব পরিবেশন করেছেন মিশর আল-আযহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল্লামা ড. শায়খ আহমদ নায়না আল আযহারী। হামদ্ ও নাত পরিবেশন করেছেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক আল্লামা জয়নাল আবেদিন। এর পরে কনফারেন্সে বক্তব্য রাখেন আজকের অনুষ্ঠানের সভাপতি পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মুহাম্মদ মিজানুর রহমান,আন্জুমানের সেক্রেটারি আলহাজ্ব আনোয়ার ও এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার সাহেব। যথাক্রমে বক্তব্য রেখে যান এই অনুষ্ঠানের প্রধান অতিথি পাকিস্তান সিরিকোট শরীফ থেকে আগত আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ মুদ্দাযিল্লুহুল আলী ও প্রধান আলোচক আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ আহম্মদ শাহ্ মুদ্দাযিল্লুহুল আলী এবং ভারতের কাচওয়াসা শরীফের আল্লামা হাফিজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ নুরানী মিয়া আল আশরাফী আল জিলানী। কনফারেন্সে নেমে আসে সর্বস্তরের মুসলমানের ঢল। সবাই দেশবাসী ও দেশের কল্যাণের জন্য দোয়া রেখেছেন।
ছবি: সৈয়দ মুহাম্মদ কাজেম।
অজানা বাংলাদেশ। আল ওমায়ের,
সৈয়দ মুহাম্মদ কাজেম, সৈয়দ বাহাউদ্দিন।