চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের মদনা ও ছয় ঘরিয়া হতে দর্শনা। পারকৃষ্ণপুর গ্রামের মেইনরাডের বেহাল অবস্থা। হালকা ও ভারি বর্ষণে রাস্তার পাশ ভেঙ্গে গিয়াছে এবং ছোট,,বড় গর্তও হয়েছে । এতে করে সাধারণ মানুষের,গাড়ি চালক ও সাধারণ যাএীদের ভোগান্তির শেষ নেই। প্রতি নিয়োত ঘটছে ছোট বড় দুরঘটনা। এলাকা বাসিরা দাবি করেন পুনরায় খুব দুরত্ব রাস্তাটি মেরামত করার অনুরোধ জানান স্থানীয় সংসদের কাছে।