চুয়াডাঙ্গার সংবাদদাতা:
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মুনসুর খাঁর ছেলে ভন্ড প্রেমিক বিবাহিত রাসেল।রাসেলের ফাঁদে বেকায়-দায় পড়েছে কানাইডাঙ্গা গ্রামের কবিরের মেয়ে স্কুল ছাত্রী মোছাঃ জিনিয়া খাতুন।জানা গেছে ভন্ড রাসেল ঘরে স্ত্রী থাকা সত্তেও জিনিয়া খাতুনকে তার প্রেমের ফাঁদে ফেলে। এক পর্যায়ে জিনিয়াকে বিয়ের আশ্বাস দিয়ে জিনিয়ার কাছ থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নেই ভন্ড প্রেমিক রাসেল।
বিষয়টি জিনিয়ার পরিবার জানতে পেরে তারা দ্রুত রাসেলকে বিষয়টির জন্য চাপ দিলে।রাসেল তার লোকজন সাথে নিয়ে গত বৃহস্পতিবার জিনিয়ার ১০ হাজার টাকা ফেরত দিয়ে শেষ রক্ষা পেলেন। এ বিষয়ে রাসেলমিয়া অজানা বাংলাদেশ এর কাছে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ভাই আমার বউ বাচ্চা আছে। সব মিটিয়ে ফেলেছি। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনার ঝড় উঠেছে।