চুয়াডাঙ্গার সংবাদদাতা:
করোনা থেকে মুক্তি পেয়ে আবারও কর্মস্থলে যোগদান করেছেন চুয়াডাঙ্গার জেলার দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব রহমান কাজল। যোগদান করেই পুনরায় জনগণকে সচেতন করার জন্য শুরু করেছেন সচেতন মূলক প্রচারণা। লোকজনের মাঝে বিতরণ করেছেন মাস্ক।২০ জুন শনিবার সকাল থেকেই তিনি এ সমস্ত কার্যক্রম শুরু করেন। সাথে ছিলেন থানার অন্যান্য পুলিশ সদস্যরা। উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলার মধ্যে রেডজোন ঘোষিত এলাকা হচ্ছে দর্শনা পৌরসভার ৫ ও ৭ নং ওয়ার্ড। কিন্তু এই ওয়ার্ডের লোকজন তেমন ভাবে লকডাউন মেনে চলছিলেন না। এজন্য রেডজোন ঘোষিত এলাকায় উপস্থিত হয়ে শতভাগ লকডাউন নিশ্চিত করলেন ওসি মোঃ মাহাবুব রহমান।
পাশাপাশি যে সমস্ত লোকজন মুখে মাস্ক ব্যবহার করছিলেন না তাদের মাঝে তিনি মাস্ক বিতরণ করেন এবং সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার অনুরোধ করেন। এর আগে জনগনকে এভাবেই সচেতন করতে করতে কোন এক সময় নিজের অজান্তেই তিনি করোণা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন। দীর্ঘদিন হোম আইসোলেশনে চিকিৎসাধিন থাকার পরে আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হওয়ার পরেই তিনি আবারও কর্মস্থল দর্শনা থানায় যোগদান করেছেন।
শুরু করেছেন জনগণকে করোনার হাত থেকে রক্ষা করার জন্য প্রচারণা।প্রসঙ্গত, দর্শনা থানার প্রথম ওসি হিসেবে যোগদানের অল্প কিছুদিনের মধ্যেই তিনি দর্শনা বাসীর সকলের কাছে অতি আপনজনে পরিণত হয়েছেন। দর্শনাবাসীর বিপদে আপদে সুখে দুখে সবসময় তিনি পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন।ওসি মোঃ মাহাবুব রহমান। বলেন আপনাদের সকলের সহযোগিতা পেলে যতদিন এই থানায় থাকবো ততদিন এভাবেই দর্শনাবাসীর সেবা প্রদান করে যাবো ইনশাআল্লাহ।