শিক্ষার্থীদের বেতনাদি মওকুফ, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজে এই মুহুর্তে অনলাইন ভিত্তিক ক্লাস ভর্তি পরীক্ষা স্থগিত রাখা, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা শিক্ষার্থীদের বেতনের উপর নির্ভরশীল সে সব শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক ঘাটতি সরকারি তহবিল থেকে পূরণ, পারিবারিক অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে অদ্য দুপুর ১.৩০ টায় চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানকালে জেলা প্রশাসকের পক্ষে স্মারকরিপি গ্রহণ করেন চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক কামাল হোসেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদ, সাধারণ সম্পাদক মো. মহসীন, জেলা ছাত্রদল নেতা এড. ওয়াহিদুজ্জামান, এড. তৌহিদুল আলম মাসুদ, নঈমুল আলম, মিজানুর রহমান, নিজাম উদ্দিন, আতিকুর রহমান প্রমুখ।