করোনার ভয়াবহ পর্যায় শ্বাসকষ্টে বেশিরভাগ মৃত্যু হচ্ছে চট্টগ্রাম নগরীতে। ব্যাপক হারে বাড়ছে করোনা রোগী ও মৃতের সংখ্যা। শ্বাসকষ্টে ভোগা রোগীদের দিতে হয় অক্সিজেন। অতি সম্প্রতি সরকারি-বেসরকারী হাসপাতালে এ অক্সিজেনের অভাবেই ধনী-গরীবসহ মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। অক্সিজেন নিয়ে এমন হাহাকার অবস্থায় দুর্নীতিবাজ পশুরূপি সিলিন্ডার বিক্রেতারাও তিন-চারগুণ দাম বাড়িয়ে দিয়েছে।
এ করুণ সময়ে শ্বাসকষ্ট রোগীদের বিনামূল্যে ডোর-টু-ডোর অক্সিজেন সেবা পৌঁছে দিচ্ছে মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি চট্টগ্রাম মহানগরীর মাঝিরঘাট শাখা। মাইজভা-ার গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন ও শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি আলহাজ্ব হযরত শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভা-ারী (ম.জি.আ)র নির্দেশনানুসারে এসব কর্মসূচি পালন করা হচ্ছে। কমিটির সমন্বয়কারী আশরাফুজ্জামান আশরাফ বলেন, করোনার শুরু থেকে নগরীর বিভিন্ন এলাকায় শ্বাসকষ্টের রোগীদের ফ্রি অক্সিজেন সেবা দিতে তৈরি করা হয়েছে অক্সিজেন সাপোর্ট সেন্টার। অক্সিজেন ছাড়াও রয়েছে জরুরি সব ওষুধপত্র।
রোগীদের অক্সিজেন ও ওষুধ বাড়িতে পৌঁছে দিতে ও কর্মসূচি বাস্তবায়নে দিন-রাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি মাঝিরঘাট শাখার সদস্যবৃন্দ। ফোন করলেই তারা পৌঁছে দেবেন অক্সিজেনসহ জরুরি ওষুধপত্র। এসব সহায়তার জন্য রয়েছে ফোন নম্বর ০১৮১৩-৫৭৭৯৩৩, ০১৬৭৪-৯৩৩০৯২, ০১৮১৯-১৭১৫২৫ । ইতিমধ্যে নগরীর খুলশী, রৌফাবাদ, জালালাবাদ, মদুনাগাট, ছোটপুল, মাদাারবাড়ী, চান্দগাঁও, চট্টগ্রাম মেডিকেল, এনায়েত বাজার, আন্দরকিল্লা জেনারেল হাসপাতসল, পানওয়ালা পাড়া, বালুচরাসহ বিভিন্ন এলাকায় অক্সিজেন ও সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এছাড়াও অসহায় রোগীদের আইসোলেশন সেন্টার, হাসপাতাল ও বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিয়ে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছেন হক কমিটির সদস্যরা। সুবিধাভোগী রোগী, রোগীর স্বজন ও এলাকার বাসিন্দাসহ নগরবাসী সাধুবাদ ও ভূয়সী প্রশংসা করেন মাইজভান্ডারী হক কমিটির সদস্যদের। তারা বলেন, সংকটময় মুহূর্তে যেখানে ডাক্তার নামধারী কিছু অমানুষ ও বেসরকারি হাসপাতালের সুযোগ থাকা সত্ত্বেও অনিচ্ছার কারণে মানুষ মারা যাচ্ছে, সেখানে হক কমিটির এ কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। এসব কর্মসূচি তদারকিতে রয়েছেন মো নাসির উদ্দিন, আশরাফুজ্জামান আশরাফ, মেজবাহ উদ্দিন, আমিনুল ইসলাম সোহেল, মোঃ ফারুক, আরিফুল ইসলাম, এসএম মনজু, নাজিম উদ্দিন বেলাল, মো তুহিন, জাফর ইকবাল, প্রমুখ।