বর্তমান করোনা পরিস্থিতিতে সারা পৃথিবী যেখানে স্তব্ধ হয়ে আছে এবং বাংলাদেশেও করোনার প্রাদুর্ভাবের কারণে দেশবাসী এক রকম অস্বাভাবিক পরিবেশের মধ্যে জীবন যাপন করছে। দেশের অর্থনৈতিক কর্মকান্ড প্রায় বন্ধ বললেই চলে। মানুষের জীবন বাঁচানোর লক্ষে সরকারের গৃহীত অনেকগুলো পদক্ষেপের মধ্যে একটি হল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা। সরকারী সিদ্ধান্ত মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ থাকলেও বর্তমানে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র/ছাত্রীদের কাছে বেতন দাবি করছে।
বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয় সমূহে শিক্ষার্থীদের কাছ থেকে বকেয়া বেতন দাবি করা হচ্ছে। এমতাবস্থায় ছাত্র/ছাত্রীদের পক্ষে এসব বেতন পরিশোধ করা সম্ভবপর নয়। তাই সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের বেতন মওকুফের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ ইলিয়াস হোসাইনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। শিক্ষা ব্যবস্থাকে পরিপূর্ণভাবে বাণিজ্যিকীকরণের হীন প্রক্রিয়া বন্ধ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্ধিত ফি’র নামে অতিরিক্ত টাকা আদায় বন্ধ করা,
ছাত্র/ছাত্রীদের পরিবহন ভাড়া অর্ধেক করা, বিসিএস, মেডিকেল, বুয়েটসহ পাবলিক বিশ্ববিদ্যালয় ও এস.এস.সি-এইচ.এস.সি সহ বিভিন্ন পাবলিক পরীক্ষা সমূহের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ, পরীক্ষা চলাকালীন সময় যানজট নিরসন, বাজেটে শিক্ষাখাতে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ বাড়ানোর দাবী এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সৃজনশীল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ ছাত্র/ছাত্রীদের পক্ষে উক্ত স্মারক লিপির মাধ্যমে এ অবস্থাপনার বিরুদ্ধে সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানাই।
অদ্য ২২ জুন, দুপুর ১২ ঘটিকায় চট্টগ্রাম মহানগর ছাত্রদল সভাপতি গাজী মোঃ সিরাজ উল্লাহ’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসাইনের হাতে স্মারকলিপি প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল নেতা মহসিন কবির আপেল, এস.এম. রোম্মান, মোঃ সাইফুল ইসলাম, সামিয়াত আমিন জিসান, কামরুল কুতুবী, এম মোহাম্মদ রিমন, গাজী শওকত, শাহাদাত হোসেন নাভিল, আরশেদ আজিম আরিফ, শাহরিয়ার আহমেদ প্রমুখ।