মোঃ মোহাইমেনুল ইসলাম, কালীগঞ্জ প্রতিনিধি:
১৫ অক্টোবর রোজ সোমবার মহাষস্টীর মধ্যদিয়ে শুরু হয়েছে হিন্দু ও সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে সবচেয়ে ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা।
পূজার রঙ্গিন সাজে কালীগঞ্জের দুর্গা মন্দিরগুলোতে বইছে উৎসবের আমেজ,হিন্দু ধর্মাবলম্বীদের এ উৎসব পরিনত হয়েছে এক মিলন মেলায়,মন্দির গুলোকে সাজানো হয়েছে বর্নীলসাজে,প্রতিমাগুলোকে প্রতিমা শিল্পিরা তাদের নিপুণ হাতের ছোয়ায় করে তুলেছে জীবন্ত।
এ বছর কালীগঞ্জ উপজেলায় মোট ৮৫ টি দুর্গামন্দিরে পুজা অনুষ্ঠিত হচ্ছে,পূজাকে সাফল্য মন্ডিত করতে প্রশাসন এর পক্ষ থেকে দেওয়া হয়েছে সরকারী অনুদান,তাছাড়া পূজা চলাকালীন সময়ে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য প্রশাসন এর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্তা জোরদার করা হয়েছে,নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মকবুল হোসেন জানান পূজা সাফল্যমন্ডিত করতে প্রতিটি পূজা মন্ডবে আনসার ভিডিবি সদস্য মোতায়ন করা হয়েছে এবং সেই সাথে পুলিশ এর দুইটি টিম সার্বক্ষনিক তদারকী করছে মন্ডবগুলো,তিনি আশাবাদী কোনরুপ বিশৃঙ্খলা সৃষ্টি হবেনা সাফল্যের সাথে দূর্গা পূজা শেষ হবে।
পূজার সামগ্রিক বিষয় সম্পর্কে কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সাধারন সম্পাদক দেবদাস রায় বাবুল অজানা বাংলাদেশ কে জানান অনান্য বারের তুলনায় এবার প্রশাসন পর্যাপ্ত সরকারি অনুদান প্রদান করেছেন এবং নিরাপত্তা ব্যবস্তা করেছে জোরদার,তিনি আশাবাদী সফলভাবে বিসর্জন এর মাধ্যমে শারদীয় দূর্গা পূজা সমাপ্তি ঘটবে।