কক্সবাজার প্রতিনিধিঃ
করোনা ভাইরাসমুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে উপজেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক টেকনাফ পৌরসভার মূলকেন্দ্র ও শহরের প্রবেশপথ সমূহ টেকনাফ পৌরসভার শীলবনিয়া পড়ার চকবাজার সংলগ্ন ৫ ও ৬ নং ওয়ার্ডের ডেইল পাড়া চৌরাস্তার মোড়, ২ ও ৪নং ওয়ার্ডের ইসলামাবাদ বটগাছতলা মোড় ও হাসপাতাল সংলগ্ন হেসসাখাল ব্রীজ এলাকা রেড জোনের অন্তর্ভুক্ত করা হয়েছে। উক্ত এলাকায় লকডাউনে সময়কাল বার্ধিত করে আগামী ২১জুন ২০২০খ্রিঃ রাত ১২.০১ ঘটিকা থেকে ২৮ জুন ২০২০খ্রিঃ রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত সকল প্রকার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সকল প্রকার ব্যক্তিগত, গণপরিবহন চলাচল নিষিদ্ধ করা হয়। শুধু মাত্র ঔষুধের দোকান ছাড়া সকল প্রকার দোকান মার্কেট সব কিছু বন্ধ থাকার কথা হলেও,বাস্তব চিত্র তার বিপরীত দেখা যাচ্ছে। পৌরসভার ভিতরে বিভিন্ন টমটম, অটোরিক্সা ও সিএনজি’র আনাগোনা দেখা যায়। যাতে কোন ধরণের সামাজিক দূরত্ব বজায় রাখছে না। করোনা ভাইরাস মোকাবেলায় সকাল সন্ধ্যা বাজারের মানুষকে সচেতন করার জন্য প্রতিনিয়ত বাজার হতে মানুষ তাড়াচ্ছে টেকনাফ থানা পুলিশ। এদিকে হেসসাখাল ব্রীজ এলাকায় কমিউনিটি পুলিশের সাথে কথা বলে জানাযায়, থানা পুলিশ ও কমিউনিটি পুলিশের সদস্যরা জনসাধারণকে বুঝালে সাধারণ জনগণ বিভিন্ন অজুহাত দেখিয়ে রেডজোন অমান্য করার চেষ্টা চালিয়ে যায়।