মুজিব বর্ষ উপলক্ষে মঙ্গলবার থেকে শুরু হয়েছে কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে তৃতীয় পর্যায়ে পূর্বা’র ভালবাসার প্যাকেট বিতরন কার্যক্রম। এবারো পর্যায়ক্রমে দুইশ পরিবারের প্রায় এক হাজার মানুষের জন্য একমাস খাওয়ার উপযোগী শুকনো খাবার পৌছে দিবে পূর্বা’র সদস্যরা। ১০ কেজি ওজনের প্রতিটি প্যাকেটে ছিল কয়েক প্যাকেট ময়দা, মুড়ি, চিড়া, সেমাই, বিস্কিট ও সাবান।
তৃতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনকালে পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয় বলেন, কোভিড পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংগঠনের সাধ্য অনুযায়ী কর্মহীন মানুষের ঘরে আমাদের এই ভালবাসার প্যাকেট পৌছে দিবে পূর্বা’র সদস্যরা। ইতিমধ্যেই প্রায় দুই হাজার মানুষের কাছে পূর্বা নানান সহায়তা পৌছে দিয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন পূর্বা ফটোগ্রাফি সেলের মুখ্য সমন্বয়ক তূর্জয় দাশ, সদস্য অপরূপ চক্রবর্তী, মোঃ ইলিয়াছ প্রমুখ।