গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ টিমকে করোনা ভাইরাস মহামারীতে আক্রান্ত বা শ্বাসকষ্ট জনিত রোগীর সেবা দেওয়ার জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন চন্দনাইশ উপজেলা আওতাধীন জোয়ারা মোহাম্মদপুর তালুকদার বাড়ী গাউসিয়া কমিটি শাখা। অদ্য ২৪ শে জুন সকালে মোহাম্মদপুর তালুকদার বাড়ী জামে মসজিদে গাউসিয়া কমিটি দাফন টিমের প্রধান ও চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী ও গাউসিয়া কমিটি দাফন টিম সমন্বয়ক মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী শুভ’র হাতে অক্সিজেন সিলিন্ডার ও হ্যান্ড মাইক তোলে দেন গাউসিয়া কমিটি তালুকদার বাড়ী ইউনিটের নেতৃবৃন্দ। সহযোগীতা করেন মুহাম্মদ ফোরকান ও আমিন আহমেদ চৌধুরী রোকন।
এসময় তালুকদার বাড়ী ইউনিটের পক্ষ থেকে করোনা ভাইরাস এর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিত্তবানদের সহযোগীতার হাত বাড়িয়ে দিতে আহবান করেন। এসময় উপস্থিত ছিলেন জোয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, গাউসিয়া কমিটি চন্দনাইশ টিমের প্রধান মাওলানা সোলাইমান ফারুকী, গাউসিয়া কমিটি জোয়ারা ইউনিয়ন শাখার সাধারাণ সম্পাদক মুহাম্মদ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সারোয়ার, তালুকদার বাড়ী ইউনিট শাখার সভাপতি মুহাম্মদ সাইফুল আলম, মাওলানা আব্দুল আলীম, খোরশেদুল আলম, শিহাব উদ্দীন, কামরুল হাসান, মিজানুর রহমান, আজিজুল হকিম, ইরফান উদ্দীন, মঈনুদ্দীন , ইমতিয়াজ, আরিফ প্রমূখ।