
সম্প্রতি কাল বৈশাখী ঝড়ে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার ক্ষতিগ্রস্ত দু:স্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণের জন্য বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল ৪টায় কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে ক্ষতিগ্রস্ত দু:স্থ ১০ জনকে ১ বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকা করে ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক,
শিক্ষানুরাগী ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান মো: ইমতিয়াজ আহমেদ বুলবুল। অনুষ্ঠানে কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর এলাকার অসহায় ও হতদরিদ্র ৫০ জনকে প্রধানমন্ত্রীর উপহার ১০কেজি করে চাল বিতরণ করা হয়।