মোঃ তাজুল ইসলাম মিয়াজী কুমিল্লাঃ
কুমিল্লার নাঙ্গলকোটে প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাস আক্রান্তদের জন্য চিকিৎসা দিতে চালু হচ্ছে ১০ টি বেডের একটি আইসোলেশন সেন্টার, এবং ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।আইসোলেশন সেন্টারটি তৈরি করছেন সাইফুল ইসলাম পাটোয়ারী, ( ২৫ জুন বৃহস্পতিবার ) আইসোলেশন সেন্টারের আসবাবপত্র ও এর গুণগত মান যাচাই করেছেন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. লতিফা আহমেদ লতা।
এসময় তার সঙ্গে ছিলেন ডা. খায়ের মোহাম্মদ সোবহান অনিক, মালেকুল আফতাব, মাতুয়ারা শারমিন, উদ্যোগত্তা সাইফুল ইসলাম পাটোয়ারী।আইসোলেশন সেন্টার টি, উপজেলা হেলিপ্যাড এর পাশে একটি ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে ১০টি বেড বসিয়ে আইসোলেশন সেন্টারের সকল কাজ সম্পূর্ণ করা হয়েছে।আইসোলেশন সেন্টারের উদ্যোক্তা সাইফুল ইসলাম পাটোয়ারী বলেন, কুমিল্লা জেলার নাঙ্গলকোটে প্রতিদিন যেহারে করোনা রোগী বাড়ছে, তাদের চিকিৎসা সেবার কথা চিন্তা করে আইসোলেশন সেন্টার তৈরির উদ্যোগ নি, এরই মধ্যে বেড থেকে শুরু করে সকল কাজ সম্পূর্ণ করা হয়েছে।
এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার দেব দাস বলেন, এ সেন্টারটি নিয়ে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়, তারা বৃহস্পতিবার সকালে পরিদর্শন করে আসেন, এবং ওই কমিটি ও উপজেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি আগমী শনিবার যে রিপোর্ট দিবেন, তার আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান ডা. দেব দাস দেব।