
কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনি নয়াপাড়া এলাকায় র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন মহিলাকে আটক করেছে। মাদক পাচারকারীরা আটক হলেও প্রকৃত অপরাধী এবং সুবিধাভোগীরা কৌশলে আইনের আওতায় না আসায় এই সর্বনাশা মাদক পাচার বন্ধ করা যাচ্ছেনা।জানা যায়, ২৮জুন সকাল সাড়ে ১১টারদিকে র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল হ্নীলা নয়াপাড়া ব্র্যাক অফিসের সামনে মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে ,
মাদক কারবারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় ধৃত করে স্থানীয় মৃত মোঃ নুরের স্ত্রী খালেদা (২৫) কে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ৪ হাজার পিস ইয়াবার ভরি পাওয়া যায়।গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।