কক্সবাজারের টেকনাফে মাদক পাচারে অন্যতম রুট হোয়াইক্যং বাজার সংলগ্ন শামলাপুর এলাকা থেকে র্যাব সদস্যরা তল্লাশী অভিযান পরিচালনা করে প্রায় ১০হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে।জানা যায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ১ জুলাই সকাল ৯টার দিকে কক্সবাজার র্যাব-১৫ সদস্যদের একটি চৌকষ দল টেকনাফ উপজেলা হোয়াইক্যং বাজার সংলগ্ন শামলাপুর রোডে তল্লাশী অভিযান পরিচালনা করার সময় র্যাবের চোখ ফাঁকি দিয়ে এক যুবক পালিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
উক্ত অপরাধী হচ্ছে, উখিয়া কুতুপালং ১নং রোহিঙ্গা ক্যাম্পের বল্ক ডি-৩এর বাসিন্দা হাছান আহাম্মদের পুত্র জান্নাত আলী(১৭)। এরপর তার হাতে থাকা একটি পলিথিন ব্যাগ থেকে ৯ হাজার,৯৫০পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখসাদী জানান,উক্ত রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পরবর্তী প্রক্রিয়া শেষ করার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।