বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রনেতা, দৈনিক আজাদীর প্রয়াত সম্পাদক শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ খালেদ এর ৯৮তম জন্মবার্ষিকীতে চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত “সাংবাদিকতা ও সংবাদপত্রের আলোক দিশারী” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা রাজনীতিক মোঃ খোরশেদ আলম। প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড এসোসিয়েশন প্রেস কাউন্সিলর নির্বাহী পরিষদ ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য সাংবাদিক নেতা মঈনুদ্দীন কাদেরী শওকত।
প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণবরাজ বড়–য়া। বিশেষ অতিথি ছিলেন মুনীরিয়া যুব ফোরাম ৩৭নং ওয়ার্ড সভাপতি মোঃ খোরশেদ আলী মাইজভা-ারী। প্রধান অতিথি মঈনুদ্দীন কাদেরী শওকত বলেন, অধ্যাপক খালেদ এ অ লের সিংহভাগ সংবাদকর্মীদের ধারক ও বাহক ছিলেন। দেশের স্বাধীনতা ও সংবিধান রচনার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অপরিসীম। তিনি বলেন, নির্লোভ, নিহংকারী ও সৎ মানুষ অধ্যাপক খালেদ সারা জীবন মানুষের পাশে থেকে দেশ উন্নয়ন কর্মকা-ে সম্পৃক্ত ছিলেন। কর্মবীর অধ্যাপক খালেদের আদর্শ বাস্তবায়নের জন্য এদেশের সাংবাদিক সমাজকে এগিয়ে আসতে হবে। সভাপতির বক্তব্যে খোরশেদ আলম বলেন,
পরোপকারী মানুষ ছিলেন অধ্যাপক মোহাম্মদ খালেদ যে কারণে প্রজন্ম থেকে প্রজন্ম এ মহান মানুষটিকে হৃদয়ে লাল করে চলেছেন। অধ্যাপক মোহাম্মদ খালেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আসরের নামাযের পর কদম মোবারক মসজিদ মিলনায়তনে মিলাদ মাহফিলে মুনাজাত করেন মাওলানা হাফেজ মোহাম্মদ ইকবাল। চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের কার্যকরী সভাপতি আলী আহমেদ শাহীনের স ালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ দিদার আশরাফী।
বক্তব্য রাখেন সহ-সম্পাদক সেলিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, মহানগর আওয়ামী যুবলীগ নেতা শেখ মহিউদ্দিন বাবু, প্রচার সম্পাদক কাজী মোঃ আইয়ুব, আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী, মোঃ তিতাস, এম এ আর এস রাসেল, মোঃ আল আমিন তোতা, বাবর মিয়া, আলমগীর চৌধুরী, মুক্তিযোদ্ধা এস.এম. আবু তাহের, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিলন, মাওলানা মোঃ সোলাইমান, মোঃ ইউনুচ মিয়া প্রমুখ।