শহীদ মুক্তিযোদ্ধা জাফর আহ্মেদ স্মৃতি সংসদ”র কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্ঠা পরিষদ গঠন আবদুল মজিদ ওয়াসিম-সভাপতি ও হাসান আহমদ রিপন-সাধারণ সম্পাদক নির্বাচিতগত ০৩ জুলাই, ২০২০ইং শুক্রবার সন্ধ্যায় ১৪৩নং মুক্তিযোদ্ধা গলি, দারোগাহাট রোড, পূর্ব মাদারবাড়ীতে নিজস্ব কার্যালয়ে সরকারের স্বাস্থ্যবিধি মেনে ও সীমিত পরিসরে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে উপদেষ্টামন্ডলী ও নবগঠিত কার্য্যানির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে “মুক্তিযোদ্ধের চেতনায় সমাজের কল্যাণ” শ্লোগানে যাত্রা শুরু করলো “শহীদ মুক্তিযোদ্ধা জাফর আহ্মেদ স্মৃতি সংসদ” নামক সংগঠন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্যুক্ত সভাপতি আবদুল মজিদ ওয়াসিম।
তিনি উক্ত অনুষ্ঠানে দুই বছর মেয়াদী একটি কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্ঠা পরিষদ গঠন করেন। উক্ত পরিষদে সহ-সভাপতি সোহেল সরোয়ার ও মোঃ সাইদুল হক, সাধারণ সম্পাদক হাসান আহমদ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন ছিদ্দিকী বাবলু, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ ইকবাল, অর্থ ও পরিকল্পনা সম্পাদক মাসুম ছিদ্দিকী বাপ্পী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কাদের জসিম, সমাজ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ফয়জুল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন অভি, ক্রীড়া বিষয়ক সম্পাদক আলফাতুর রহমান আলভী, দপ্তর সম্পাদক আতিকুর রহমান তানভী, আপ্যায়ন সম্পাদক পারভেজ হোসেন ও উপ-আপ্যায়ন সম্পাদক জোবায়েত সিদ্দিকী জয় নির্বাচিত হন।