ছাতক প্রতিনিধি::
ছাতক রেলওয়ের গোদামে দূর্ধর্ষ চুরি ও নৈশপ্রহরী খুনের ঘটনায় পুলিশ ৩ আসামীকে গ্রেফতার করেছে। গত ২৯ জুন রাতে ছাতক রেলওয়ের ৫ নং গোদামে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা নৈশপ্রহরী ফখরুল আলমকে শ্বাসরুদ্ধে হত্যা করে গোদামের তালা ভেঙ্গে মালামাল চুরি করে নিয়ে যায়। রেলওয়ের নৈশপ্রহরী ফখরুল আলম ভোলা জেলার তজমুদ্দিন উপজেলার শিবপুর গ্রামের আব্দুল খালেদ পাটোয়ারীর পুত্র। এ ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নিহত ফখরুল আলমের স্ত্রী নূরতাজ বেগম বাদী হয়ে ছাতক থানায় ৩০ জুন একটি মামলা (নং ২৩) দায়ের করেন। রেলওয়ে কর্তৃপক্ষ এ ব্যাপারে ছাতক থানায় একটি জিডি ও করেছেন। মঙ্গলবার পুলিশ নূর আলী নামের সন্দেহভাজন একজনকে আটক করে।
সে উপজেলার জয়নগর গ্রামের রহমত আলীর পুত্র। আটককৃত নূর আলীর দেয়া তথ্যমতে এএসপি ছাতক সার্কেল বিল্লাল হোসেনের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান ও এসআই শামীম আকঞ্জী, এসআই দেবাশীষ, এসআই মহাদেব, এসআই দিলোয়ার হোসেন সহ পুলিশের একটি দল রাতে সিলেট নগরীর চাদনীঘাট এলাকায় অভিযান চালিয়ে রেলওয়ের চুরি যাওয়া বিপুলসংখ্যক মালামাল উদ্ধার করেন এবং চাদনীঘাট এলাকা থেকে মিল্লাদ হোসেন ও পরান দেব নামের দু’জনকে আটক করেন। আটক ৩ আসামীকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান, আটককৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।