মোঃ লিমন মিয়া সরিষাবাড়ী প্রতিনিধি
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকা ও হাট বাজার বন্যার পানিতে প্লাবিত হওয়ায় পানি বন্ধী হয়ে আটকে আছে সরিষাবাড়ী উপজেলা ০৮ টি ইউনিয়ন ১নং সাতপোয়া ইউনিয়ন,২নং পোগলদিঘা, ৩নং ডোয়াইল, ৪নং আওনা, ৫নং পিংনা, ৬নং ভাটারা, ৭নং কামরাবাদ ও ৮নং মহাদান ইউনিয়ন সহ প্রায় ৩,১৬,০০৭ মানুষ।এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে যমুনা ও ঝিনাই নদীর পানি বৃদ্ধি পেয়ে সরিষাবাড়ী উপজেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে।
পানি বন্দী হয়ে পড়েছে প্রায় ৩,১৬,০০৭ মানুষ, গবাদিপশু পাখি ও পোল্ট্রি খামার।এ ছাড়া বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাচ্ছে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো,তলিয়ে যাচ্ছে রেলওয়েল রেল লাইন,বাসষ্ট্যান্ট, হাটবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মাঠ প্রাংঙ্গন।এতে করে পানিবন্দী হয়ে পড়েছে সরিষাবাড়ী উপজেলার ৩,১৬,০০৭ লক্ষ মানুষ।