
চট্টগ্রাম মহানগর বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ড ছাএলীগের আয়োজিত শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এরফান উদ্দিন তাসকিনের নেতৃত্বে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল স্থানীয় ত্বক্তারপুল সংলগ্ন মাঠে গত ১৮ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকায় অনুষ্ঠিত হয়। দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইরফান উদ্দীন তাসকিনের সভাপতিত্বে ও আসাদুজ্জামান রুবেলের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য মোঃ ইকবাল হোসেন ভূইয়া। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য বোরহান উদ্দিন গিফারী। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ ফোরকান, যুবলীগ নেতা হাসান জাহেদ জুয়েব, কামরুল আলম মিন্টু, জাহাঙ্গীর, তুষার, ইয়াছিন, ছাত্রনেতা হানিফ হোসেন, রাজু, বাবু, ফারুক, সাদিব, জুয়েল, সুমন, সাইফু, ইমন, সাকিব, রাব্বি, হৃদয়, অনিক, রাজিব, নাসির, সাইফুদ্দীন, জুনায়েদ, পারভেজ, সাদেক, আকতার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৬৬ সালের এই দিনে শেখ রাসেল জন্ম গ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। বর্বরতম এ হত্যাকাণ্ড থেকে সেদিন ছোট্টশিশু শেখ রাসেলও রেহায় পাইনি। তাঁর খুনী ও তাদের দোসররা এখনও দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। বক্তারা আরও বলেন, শেখ রাসেলের হত্যাকারীরা পৃথিবীর নিষ্ঠুরতম খুনী। মানব সমাজের কলঙ্ক এসব খুনীরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। আগামী নির্বাচনে এই চক্র যাতে কোন সুযোগ না পায় সে জন্য আমাদের সজাগ থাকতে হবে। আলোচনা সভা শেষে শেখ রাসেলের ৫৫তম জন্মদিনের কেক কাটা হয়।