গত ২০ জুলাই ২০২০ রোজ সোমবার কলেজিয়েট স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের সহযোগীতায় উক্ত প্রতিষ্ঠানের ১৫, ১৬, ১৭, ১৮ এবং ১৯তম ব্যাচের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দিনের কাছে ডক্টর’স সেফটি বক্স হস্তান্তর করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী।
কলেজিয়েট স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সোয়াদ সরওয়ার’র সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ১২ ব্যাচের আসিফ বিন করিম, ১৫ ব্যাচ এর রাকিব, আতাউল্লাহ, রবিন ১৬ ব্যাচ এর আজফার চৌধুরী, শেখ তাকরিম বিন আমির, ১৭ ব্যাচ এর রায়হান, ১৮ ব্যাচ এর প্রিমন, মাহতাব, তোহা, প্রসেন, আদনান, সৌরভ, রাকিব এবং ১৯ ব্যাচের বাধন, রুদ্র, সামি, সৃজন, স্বাধীন, নিলয় সহ আরো অনেকে।
এসময় মাননীয় মেয়র মহোদয় গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে উক্ত বক্সটি সিটি হলে স্থাপিত চট্টগ্রাম আইসোলেশন সেন্টারে রাখার বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি সোয়াদ সরওয়ার বলেন, বৈশ্বিক ক্রান্তিলগ্নে এ উদ্যোগের ব্যাপারে আমাকে জানানো হলে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুল এন্ড কলেজ শাখার পক্ষ থেকে সহযোগিতার বিষয়টি জানাই। তাদের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি এতে অংশীদার হতে পেরে কলেজিয়েটের ছাত্র হিসেবে গর্ববোধ করছি।