বেনাপোল প্রতিনিধিঃ
শার্শা সীমান্ত থেকে বৃহস্পতিবার (২৩ই জুলাই) ভোরে ৮৩ বোতল ফেন্সিডিল ও একটি ইজিবাইক সহ ৩ জনকে আটক করে পুলিশ।আটককৃতরা হলো, শার্শা থানার পাঁচ ভুলাট গ্রামের মৃতঃ কেরামত আলীর ছেলে আলমগীর হোসেন (৩৩), বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের মৃতঃ চাঁদ আলীর ছেলে জিয়ারুল (৩৫) ও নাভারন কাজীরবেড় গ্রামের আনোয়ার হোসেন আনারের ছেলে সাঈদ আনোয়ার সোহান (২২)।পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে,
শার্শা থানাধীন বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই মাসুদ করিম শার্শা থানাধীন বাগআঁচড়া সাত মাইল টু গোগা রোডের বাগআঁচড়া গ্রামস্থ এম.আর.বি ভাটার সামনে তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর হইতে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিল ও একটি ইজিবাইকসহ আলমগীরকে আটক করে। এবং শার্শা থানার এএসআই মাসুম বিল্লাহ শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেটের সামনের পাকা রাস্তার উপর হইতে ৩ বোতল ফেন্সিডিলসহ জিয়ারুলকে আটক করে।অপরদিকে, শার্শা থানার এসআই ফারুক হোসেন গোপন খবরে পুরাতন চুরি মামলায় নাভারণ বাজার এলাকা থেকে সাঈদকে আটক করে।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, আটক আসামিদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।