হাসান আহমদ ছাতক:
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমানের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ১৯টি পরিবারসহ একটি জামে মসজিদে ৪০ বান ঢেউটিন বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় স্থানীয় ধারণ নতূনবাজারে আনুষ্ঠানিক ভাবে এসব ঢেউটিন বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি, সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের প্যানেল স্পিকার মুহিবুর রহমান মানিক।
গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমানের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক নজির হোসেন লাহিন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। হারপাল সিং, যুক্তরাজ্য প্রবাসী মুহিবুল ইসলাম ও জাকির হোসেন সেলিম, পর্তুগাল প্রবাসী আখতার হোসেন, স্থানীয় অতুল দেব, মামুন আহমদ ও বদরুল ইসলাম তারেকের সহযোগিতায় ঢেউটিন বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুবুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহাব উদ্দিন, জনস্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আছদ্দর, আ’লীগ নেতা মোশাহিদ আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম রশিদ আহমদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন আ’লীগের সভাপতি মখলিছুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদ, মানিক মুক্তি পরিষদের সাবেক আহবায়ক বাবু অতুল দেব, এডভোকেট ছায়াদুর রহমান, এডভোকেট শামছুর রহমান, আ’লীগ নেতা ছমরু মিয়া, আশকর আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ্র, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক টিএম রায়হান,
ছাতক উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজাম্মুল হক রিপন, সাবেক যুগ্ম আহবায়ক জাকারিয়া আমিন, ইউপি সদস্য আবদুর রহমান, আলকাব আলী, রাজন আহমদ, মাহমদ আলী, শুভা রানী দাশ, সাবেক মেম্বার আছকির আলী, শাহিন মিয়া প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সাকির রহমান বাবুল।এদিকে বিকেলে স্থানীয় জালালপুর পয়েন্ট সংলগ্ন হাজী মার্কেটের মাঠে বন্যা ও ঈদ উপলক্ষে ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়র্ডের ৮শ’ ১০জন অসহায়দের মধ্যে চাল বিতরণ করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমানের সভাপতিত্বে চাল বিতরনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ফজলুর রহমান,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢেউটিন ও চাল বিতরনী পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, কোন মানুষ না খেয়ে থাকবে না, যথেষ্ট খাবার রয়েছে। বিশুদ্ধ পানির জন্য বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নলকূপ স্থাপন করা হয়েছে। পানি বিশুদ্ধকরণ টেবলেটও বিতরণ করা হচ্ছে বন্যা কবলিত মানুষের মধ্যে। ঈদুল আযহার আগেই আসনের ২২টি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ত্রান বিতরণ করা হবে।
প্রতিটি ওয়ার্ডে গড়ে ৩ শতাধিক লোকজনরা ত্রান পাচ্ছে। তিনি বলেন, পর পর তিন দফা বন্যায় কোন একটা রাস্তা-ঘাট ভাল না। পানি কমার পর ক্ষতিগ্রস্থ রাস্তাগুলো সচল করার চেষ্টা করা হবে। তিনি গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমানের ভুয়ূসী প্রশংসা করে বলেন, গেল ২৭ জুন ইউনিয়নের বড় সৈদেরগাঁও, ফুরকানচক ও শ্রীপুর গ্রামে ঘূর্ণিঝড়ে বাড়ি-ঘরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। ক্ষতিগ্রস্থ এসব মানুষের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন। অসহায়দের কথা চিন্তা করে তিনি বন্ধুদের সহায়তায় নিজের পকেটের টাকা খরচ করে ঢেউটিন বিতরণ করেছেন।