
বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের সিএমও ডাক্তার শামসুজ্জামান ইমতিয়াজ বাবুলের সাথে এমপ্লয়ীজ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা সিএমও কার্যালয়ে অনুষ্ঠিত হয়। হাসপাতালের চট্টগ্রাম দপ্তরের ডিএমও ডাক্তার ফাতেমা বেগমের অধীনে কর্মরত ষ্টোনো টাইপিস্ট মোঃ সোহেল কর্তৃপক্ষের আদেশ অমান্য করে শিস্টারচার বর্হিভুত ও অসাদচারণ করে যে দৃষ্টতা দেখিয়েছে যার ফলশ্রুতিতে হাসপাতালের অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ এমপ্লয়ীজের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
২০১৩ সালে যোগদান করার পর পরই নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতা প্রকাশ করে নিজের ইচ্ছামত কর্মস্থলে এক অরাজকতা পরিবেশ সৃষ্টি করে। ২০১৭ সালে অস্থায়ী ১০২৬জন গেইট কিপারের মেডিকেল রির্পোট নিয়ে অনৈতিকভাবে সুবিধা আদায়সহ নানা কর্মে জরিত মোঃ সোহেলের এসব অপকর্মের প্রতিবাদে বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা বার বার লিখিত নোটিশ করেও তার কাছ হতে মেডিকেল রিপোর্ট ও অফিসের অন্যান্য কাজপত্র বুঝিয়ে না দিয়ে হাসপাতাল পরিচালনার ব্যাঘাত সৃষ্টি করে। তাই আজ ২৮ জুলাই বুধবার চট্টগ্রাম রেলওয়ের পূর্বের জিএম’র সাথে এক বৈঠক অনুষ্ঠিত হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।