গত রবিবার বেসরকারী উন্নয়ন সংস্থা সংশপ্তকের আয়োজনে এবং দ্যা এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে বাঁশখালী থানার সাথে আস্ক ইয়ুর লোকাল পুলিশ সভা অনুষ্ঠিত হয়। সংশপ্তক পিস প্রকল্পের সমন্বয়কারী রফিকুল ইসলামের স ালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বেসরকারী উন্নয়ন সংস্থা সংশপ্তক এর প্রধান নির্বাহী লিটন চৌধুরী, প্রধান অতিথি ছিলেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম মজুমদার, অতিথি ছিলেন বাহারছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সেক্রেটারী মোঃ জিল্লুর করিম শরিফী, এডভোকেট বিকাশ রঞ্জন ধর।
সভার প্রশ্ন উত্তর পর্বে সিপিএফ নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তরে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, বাঁশখালীর আইন শৃংখলা নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করছেন। সংশপ্তক ও দি এশিয়া ফাউন্ডেশন এর এই ধরণের উদ্যোগের প্রশংসা করে অন্যান্য সংগঠনকেও অপরাধ নিরসনে পুলিশের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান। আইন-শৃংখলা উন্নয়নের বিষয়ে গঠনমূলক পরামর্শ ও জনগণের সহযোগিতা ও সম্পৃক্ততাও কামনা করেন তিনি।
এসময় অনান্যের মধ্যে বাঁশখালী উপজেলা প্রেস ক্লাব সভাপতি, বাঁশখালী পৌরসভার মহিলা কাউন্সিলর, বাঁশখালী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, নারীনেত্রীবৃন্দ, প্রতিবন্ধী ব্যক্তি, সংশপ্তকের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এডভোকেটবৃন্দ, সিপিএফ নেতৃবৃন্দ এবং অন্যান্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।