
ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অর্ধশত অসহায় ভিক্ষুকদের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। জেদ্দা মুচনা বাজার যুবলীগের সভাপতি, ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের মোল্লাআতা গ্রামের বাসিন্দা, আবদুল মালিক সুন্দরের উদ্যোগে গোবিন্দগঞ্জ এলাকায় বসবাসকারী ভিক্ষুকদের মধ্যে এসব পোষাক বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ নতূনবাজারের হাই স্কুল রোডের নিজস্ব ব্যবসায়ী প্রতিষ্ঠান রুহী এন্ড তাছনিম ফ্যাশন গ্যালারীতে ঈদ পোষাক বিতরণ করেন, প্রবাসীর ছোট ভাই, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, এপেক্স ক্লাব অব সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি, এইচ এম আরজ আলী।
এসময় উপস্থিত ছিলেন, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, সদস্য, দৈনিক আমার সংবাদ পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি মোশাহিদ আলী, উপজেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জয়, জাকির হোসাইন, দিদার আলম প্রমূখ। এইচ এম আরজ আলী বলেন, সমাজের কম বেশি সকল শ্রেনির মানুষ ঈদের কাপড় ক্রয় করার ক্ষম আছে কিন্তু বঞ্চিত থাকে প্রতিবন্ধি, ভিক্ষুকরা। এদের অনেকের হাত আছে কিন্তু পাঁ নেই, বিকালঙ্গ। অনেকেই অন্ধ এবং বাকপ্রতিবন্ধি। তাদের মধ্যে কাপড় বিতরণ করে তিনি এবং তার পরিবার খুশি।