ভয়াবহ মহামারি করোনাকালে গরীব ও অসহায় মানুষের জন্য সরকার ও বিভিন্ন দাতা সংস্থার দেয়া কোটি কোটি টাকা এবং চাল গম যখন এক শ্রেণীর মানুষ হরিলুট করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত তখন নিজের অর্থে এমন একটি মহতী উদ্যোগ নেয়ায় জেলা জুড়ে সুশিল সমাজ বিভিন্ন শ্রেনী প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। জাহেদী ফাউন্ডেশনের পক্ষে তবিবুর রহমান লাবু সাংবাদিদের জানান,
ঝিনাইদহ জেলায় প্রতিবছরের ন্যায় এবারও প্রায় ৩০ হাজার গরীব ও দুঃস্থদের মাঝে ২ কেজি করে মাংশ ও নগদ টাকা প্রদাণ করা হবে। ঈদুল আযাহার পরের ৩ দিন পর্যন্ত প্রায় তিন শত কোরবানি দেওয়া গরুর মাংস বিতরন করা হবে। মাংশ ও নগদ টাকা নিতে আসা পুরুষ ও মহিলারা জানান, মহুল সাহেব শুধু দুঃস্থদের মধ্যে প্রতি কুরবানীর মাংস বিতরন করেন তা নয়, বহুদিন ধরে মহুল সাহেব মেডিকেল ক্যাম্প স্থাপন করে অসুস্থ ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা, ঔষধ বিতরন, রোজা, ঈদ ও বিভিন্ন সময় অসহায় ব্যক্তিদের দান সহ আর্থিক সেবা করে থাকেন।