মোসলেম উদ্দিন(ইমন)
প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস এর কারণে সারা পৃথিবীতে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে উৎপত্তি হয় করোনা ভাইরাসের এরপর ধীরে ধীরে পৃথিবীর ২১৪ টি দেশে আক্রমণ করে বসে এ ভাইরাস।ভারতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৩০ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার এরপর ধীরে ধীরে বাড়তে থাকে করোনা ভাইরাসের সংক্রমণ ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে ১৮ লক্ষ ৩৩ হাজার ৯২২ জন তবে দেশটিতে মৃত্যুর চেয়ে সুস্থতার হার এগিয়ে রয়েছে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দেশটিতে ১২ লক্ষ ০০ হাজার ৩০৩ জন তারা সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক ভাবে জীবন যাপন করছেন।
এবার আসুন জেনে নেই ভারতে পর্যন্ত মৃত্যুর সংখ্যাটা প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দেশটিতে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৩৮ হাজার ৫৩২ জন ভারতীয় নাগরিক মৃত্যুর সংখ্যা নিয়ে দেশটি রয়েছে পৃথিবীর ৫ নম্বর স্থানে গত দুইদিন আগে করোনাভাইরাস এর সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালিকে ছাড়িয়ে এগিয়ে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ৩৮ হাজার ৫৩২ জন মানুষের মৃত্যু হয়েছে এই মৃত্যুর সংখ্যাটা নিয়ে দেশটি রয়েছে পৃথিবীর ৫ নম্বর স্থানে।