
চিলমারি, কুড়িগ্রাম প্রতিনিধি;
কুড়িগ্রাম জেলার চিলমারিতে বাংলাদেশ পুলিশের মাননিয় আইজিপি বেনজিন আহামেদ, বিপিএম(বার)এর নির্দেশনায় ১৫০ পরিবারের মাঝে জনপ্রতি চাল ৫কেজি,তেল ২লিটার,ডাল ২কেজি করে বিতরন করা হয়।ত্রান সাম্রগী বিতরনের সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খাঁন বিপিএম, চিলমারি থানার ওনি আমিনুল ইসলাম,লেখক ও কলামিস্ট (প্রথম আলো) নাহিদ হাসান নোলেজ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।ত্রান কার্যক্রম পরিচালনা করতে সার্বিক ভাবে সহযোগিতা করেন, চিলমারী গণকমিটি,রেডিও চিলমারী, ও চিলমারী সমাজ কল্যাণ সংগঠন।