কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩১ তম ব্যাচের কর্মকর্তা মুনতাসির জাহান।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি জেলা ইউনিটের আওতাধীন কাপ্তাই উপজেলা ইউনিটের যুব সদস্যরা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে বরন করে নিয়ে সৌজন্যে সাক্ষাৎ করেন।এই সময়ে তিনি (অফিসার) দূর্যোগ মোকাবেলা এবং সেচ্ছাসেবকীয় কার্যক্রমে কাপ্তাই উপজেলার যুব রেড ক্রিসেন্টকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেয়।
যুব রেড ক্রিসেন্ট কাপ্তাই উপজেলা ইউনিটের অতীতের কার্যক্রমকে তিনি স্বাগত জানায় এবং সন্তুষ্টি প্রকাশ করেন।এই সাক্ষাৎকারে যুব রেড ক্রিসেন্ট কাপ্তাই উপজেলা ইউনিটের দলনেতা ওসমান গনি, জনসংযোগ এবং পরিকল্পনা বিভাগের প্রধান ফাহিম ফয়সাল সাকিব, প্রশিক্ষণ বিভাগের প্রধান আসিফুল ইসলাম, যুব সদস্য ইমাম হোসেন শাহেদ, এবং লিমা আক্তার উপস্থিত ছিলেন।