
দর্শনা প্রতিনিধি,,
মাদককে শূন্য কোটায় নামিয়ে আনতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের দিক নির্দেশনা মোতাবেক মাদক বিরোধী জিহাদ ঘোষণা করেছেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ। নিরব এক যুদ্ধের মধ্যে পুরো বিশ্ব। যে যুদ্ধে নেই কোন ব্যক্তি কে কেন্দ্র করে। যে যুদ্ধ এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে নিজেকে রক্ষায়। আর সেই যুদ্ধের নাম প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস। জেলার প্রত্যেকটা থানা ও প্রত্যেকটা তদন্ত কেন্দ্র এবং অফিসার ইনচার্জ কে কড়া নির্দেশনা দিয়েছে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।
ইতি মধ্যেই থানা ও তদন্ত কেন্দ্র গুলোর পক্ষ থেকে প্রত্যেকটা এলাকায় সতর্কতা হুশিয়ারি করেছেন। পুলিশ মহড়া এবং মাইকিং করে সর্তকতা ও সতর্ক হতে বলা হয়েছে। থানা,ফাঁড়ি ও তদন্ত কেন্দ্র গুলোকেও কঠোর পদক্ষেপের কথা বলা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান কাজলের দিক নির্দেশনা দিয়েছেন যে , (“হয় মাদক ছাড়তে হবে তা না হলে এলাকা ছাড়তে হবে”)। এই শ্লোগানের পর থেকেই মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
ব্যাপক হারে মাদক ক্রয়-বিক্রয় এবং যারা এই মাদকের প্রতি আসক্ত ও জড়িত তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান কাজলের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত শেখ মাহবুবুর রহমান সহ থানার সকল অফিসার ও ফোর্স মাদকের বিরুদ্ধে উঠে পড়ে মাঠে নেমেছেন। যেকোনো মূল্যের বিনিময় দর্শনা থানা এলাকায় মাদকমুক্ত করার লক্ষ্যে শপথ নিয়েছেন এবং মাদকবিরোধী ঝটিকা অভিযান পরিচালনা ওসি মোঃ কাজল। গত সাত(৭) দিনের ব্যবধানের অভিযানে প্রায় ১শ (১০০) টি অভিযুক্ত কারবারি কে গ্রেফতার ও প্রচুর পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে দর্শনা থানা। মুসলিম ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব হলো পবিত্র ঈদুল আজহা।
ঈদুল আযহার আনন্দ কে বিসর্জন দিয়ে পুলিশ অভিযান অব্যাহত রাখেন ফলে ঈদুল আযহার দিন থেকে গত মঙ্গলবার পর্যন্ত দর্শনা থানার পুলিশের অভিজানে ৬৩ জনকে মাদক কারবারিকে। ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট,, মদ এবং গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সমূহ পৃথক পৃথক অভিযানে এইসব জব্দ করা হয় এবং একাধিক মামলা। দর্শনা থানার ওসি জানান বিভিন্ন স্থানে ও পৃথক পৃথক অভিযানে মাদককারবারি সাথে সঙ্গেযুক্ত ৬৯ জনকে গ্রেফতার করা হয় এবং গত কাল বুধবার সকাল থেকে রাত পর্যন্ত একাধিক মারামারিতে দর্শনা থানার একাধীন পৃথক পৃথক অভিজান চালিয়ে ৬ জন সহ সর্বমোট ৬৯ জন কে গ্রেফতার করেছে।
তাদের কাছ থেকে ১৪৯ বোতল ফেনসিডিল, ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট,, 8 কেজি গাঁজা এবং ২০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। এই ঘটনাগুলোতে পুলিশ বাদী হয়ে দর্শনা থানায় পৃথক পৃথক ভাবে একাধিক মামলা দায়ের করা হয়। এদিকে পুলিশের ঝটিকা অভিযানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মাদক কারবারিদের মধ্যে এবং ক্রয় বিক্রয় কারীরা ছাড়তে শুরু করেছে বাড়ি-ঘর অনেকেই। দর্শনা থানার ওসি জানান এই অভিযান অব্যাহত থাকবে ততদিন দর্শন এলাকাকে মাদকমুক্ত করব ইনশাআল্লাহ।