বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, রেলশ্রমিক লীগের নেতৃবৃন্দ সবসময় শ্রমিকদের নায্যা দাবি দাওয়া আদায়ে সর্বদা প্রস্তুত থাকবে। শ্রমিকরা যার যার উপর অর্পিত দায়িত্ব সৎ ও নিষ্টার সাথে পালন করতে হবে। কোন শ্রমিকের উপর যদি কোন অন্যায় অবিচার হয় তাহলে রেল শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ দাঁত ভাঙ্গা জবাব দিবে। রেলওয়েকে সচল রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও আওয়ামী লীগের নির্দেশনা মানতে সর্বদা প্রস্তুত আছে। কথায় কথায় কিছু কিছু কর্মকর্তা কর্তৃক সাধারণ কিছু শ্রমিকদের হয়রানি হচ্ছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার বর্গের হত্যাকান্ডে নিহতদের স্মরণে রেল শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রতিটি শাখার উদ্যোগে করোনা ভাইরাস হতে সচেতন হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করতে হবে। লোকোশেড শাখার সভাপতির সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক খায়রুজ্জামান লিটন। এসময় কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সহ পাহাড়তলী অ লের বিভিন্ন শাখা কমিটির সভাপতি ও সম্পাদক মন্ডলী উপস্থিত ছিলেন।
মেজর সিনহা:হত্যা মামলায় নতুন মোড় অডিও রেকর্ডিং ফাঁস