
দর্শনা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের, স্বাবেক কার্পাসডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা লোকমান মন্ডল আর নাই। তিনার মৃত্যু মবার্ধক্যজনিত কারণে হয় আজ রবিবার, ( ৯ই আগষ্ট) নিজ বাসভবনে ভোর ৩টার দিকে ইন্তেকাল করেন তিনি। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান,দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর উপস্থিতিতে উপজেলা প্রশাসন এর আয়োজনে বেলা ১১টার মৃত লোকমান মন্ডলকে সম্পর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের কাজ সম্পন্ন করা হয়। তিনার মত গুনি মানুষের মৃত্যুতে এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে। সর্বশেষ তিনার রুহের মাগফিরাত কামনা করছি মহান আল্লাহ তায়ালা তিনাকে যেন জান্নাতুল ফেরদৌসের নসিব করেন।