ঝিনাইদহ প্রতিনিধি;
ঝিনাইদহে নতুন করে আরও ৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে ঝিনাইদহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১১২৮ জন। ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, রোববার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ১২৮ টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৫৩ টি পজিটিভ। আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ৩৯ জন, কালীগঞ্জ উপজেলায় ৭ জন, শৈলকুপা উপজেলায় ৩ জন, কোটচাঁদপুর উপজেলায় ১ জন এবং মহেশপুর উপজেলায় ৩ জন। মোট আক্রান্ত ১১২৮ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৬৪১ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১৮ জন।