ঝিনাইদহ প্রতিনিধি;
এক সময়ের রক্তাক্ত জনপদ ঝিনাইদহে সময়ের প্রয়োজনে গড়ে ওঠা বিভিন্ন উপজেলার কয়েকটি গ্রামের ৭টি অস্থায়ী পুলিশ ক্যাম্প রাখা বা প্রত্যাহার সংক্রান্ত মতামত গ্রহণ অনুষ্ঠান অনুস্ঠিত হয়েছে। সংসদ সদস্য সহ জেলা প্রশাসক, জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তা, সরকারি কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধির উপস্থিতিতে রবিবার ঝিানইদহ শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৭টি অস্থায়ী পুলিশ ক্যাম্প রাখা বা প্রত্যাহার সংক্রান্ত ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারি আসনের এমপি খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ ড.বিএম রেজাউল করিম, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, পৌরসভা মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
ওয়ার্কশপে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওয়ার্কশপে ঝিনাইদহের হরিশঙ্করপুর, বংকিরা, নলডাঙ্গা, কাতলাগাড়ি, নারায়নকান্দি, ভাটই ও লক্ষ্মীপুুর সহ ৭ টি অস্থায়ী পুলিশ ক্যাম্প রাখা বা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে সকলের মতামত গ্রহণ করা হয়।