ঝিনাইদহ প্রতিনিধি;
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, স্কুল, কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা শহরের ধোপাঘাটা ব্রিজ সহ বিভিন্ন জায়গায় টিকটকের নামে অশালীন আচার-আচরণ করছে এমন অভিযোগে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। পরে তাদের অভিভাবকরা শিক্ষাজীবন যাতে নষ্ট না হয় সে জন্য প্রথমবারের মতো ক্ষমা করার জন্য অনুরোধ জানিয়ে তাদের জিম্মায় প্রদানের অনুরোধ করিলে ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের পরিবারের অভিভাবকদের অনুরোধে তাদের শিক্ষাজীবন যাতে নষ্ট না হয় সেজন্য তাদেরকে তাদের পিতা-মাতার জিম্মায় প্রদান করা হয়।