১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য খুলশী থানা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গত ৯ আগস্ট আমবাগানস্থ ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ হোসেন হীরনের সভাপতিত্বে এবং খুলশী থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দিনব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচি চূড়ান্ত করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতির জনক ও ১৫ আগস্টের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ১৩ ও ১৪নং ওয়ার্ডের সকল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল,
দিনব্যাপী স্বেচ্চায় রক্তদান ও বৃক্ষরোপন এবং কালো ব্যাচ ধারণের কর্মসূচি চূড়ান্ত করা হয়। অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে মহামারী করোনার কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কর্মসূচিতে সর্বাত্মকভাবে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানান। প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগ নেতা শেখ দেলোয়ার হোসেন, আবু সাঈদ সুমন, আলী আশরাফ মজুমদার, মোহাম্মদ নওফেল আহমদ, মহানগর যুবলীগ নেতা মাসুদ রেজা ও রতন মল্লিক, থানা আওয়ামী লীগ নেতা আকবর আলী, মোঃ নুরুল আলম রাহাত, আনোয়ার হোসেন, মোহাম্মদ আমানত, সঞ্জয় কুমার, আবদুল হান্নান হীরা, যুবলীগ নেতা মোঃ নজরুল ইসলাম মিয়াজী ও মোঃ মাজহারুল ইসলাম ফরহাদ প্রমুখ।