ঝিনাইদহ প্রতিনিধি;
ঝিনাইদহের হরিণাকু-ুতে ২০ বছর বয়সের এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টায় মঙ্গলবার থানায় ভুক্তভোগী গৃহবধু মামলা করেছে, থানায় সদ্য যোগদনকারী অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লার নির্দেশে ইতিমধ্যে থানা পুলিশ অভিযুক্ত শমসের মোল্লাকে গ্রেফতার করেছে। শমসের গাড়াবাড়ীয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। ভুক্তভোগী গৃহবধু জানান তার স্বামী ব্যবসার কাজে সকাল থেকে অনেক রাতঅবধী বজারে থাকতো সোমবার রাত আনুমানিক ৯ টায় সে কলে,
পানি আনতে গেলে লম্পট শমসের তাকে জাপটেধরে ধর্ষণের চেষ্টা চালালে সে চিৎকার করে, প্রতিবেশী ছুটে আসলে শমসের পালিয়ে যায়। সে আরও জানায় ইতিপূর্বে ঐ লম্পট বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিয়ে বিরক্ত করতো। এব্যপারে থানা অফিসার ইনচার্জ রহিম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ভুক্তভোগীর অভিযোগ এজাহার হিসাবে গ্রহণ করেছি ইতিমধ্যে আমরা অভিযুক্ত শমসেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।