
১৫ আগস্ট বেলা ১১টায় চট্টগ্রাম খুলশীস্থ ঝাউতলা বিজিএমএ ভবনের পার্শ্বে নৈতিক স্কুলের সুপ্রশস্ত ময়দানে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ১ম পর্বে জাতির জনক শেখ মুজিবর রহমান ও ১৫ আগস্ট নিহত পরিবার বর্গের আত্মার মাগফেরাত কামনায় প্রায় ৩০০ জন ক্ষুধার্থ, দরিদ্র, অট্রিজম পথশিশুদের মাঝে উন্নত তৈরি খাবার বিতরণ করা হয়। ২য় পর্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল সভা শুরু হয় বেলা ১ ঘটিকায়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উক্ত পরিষদের চট্টগ্রাম মহানগর কমিটির মাননীয় সভাপতি ড. প্রফেসর গাজী সালাহ উদ্দিন সাহেদ। প্রধান অতিথি হিসেবে বিশেষ বক্তব্য পেস করেন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সংগঠক মোঃ ইমদাদুল হক ইমদাদ। এতে আরও মূল্যবান বক্তব্য পেশ করেন মহানগর কমিটির নির্বাহী সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজ হান্নান, শহীদুল ইসলাম দুলদুল, মোঃ আব্দুল জব্বার, মোঃ আব্দুল সালাম,
দিদার আনসারী, সুমন বড়–য়া, আরাফাত মান্নান জিনুক, গাজী সালাহ উদ্দিন, মোঃ জাফর আল তানিয়া, কাজী মোঃ রফিক ইমরান, জয়নাল আবেদীন জয়। এক পর্যায়ে উক্ত পরিষদের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক, স্বাধীনতার প্রথম ঘোষক মরহুম এম এ হান্নানের সুযোগ্য পুত্র সৈয়দ মাহফুজ হান্নান বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ দুইটি সমন্বয়ে একটি বিষয়। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যেমন বাংলাদেশকে কল্পনা করা যায় না। তেমনি বাংলাদেশকে ছাড়া বঙ্গবন্ধুকে কল্পনা করা যায় না।
তিনি আরও বলেন, আজ এই ১৫ আগস্ট শোক দিবসে আমাদেরকে এই শিক্ষা নিতে হবে যে সোনার বাংলাদেশ আমাদেরকে বাংলাদেশের জনগণের কাছে তুলে ধরার অভিপ্রায়ে আমাদের এই সংগঠনের জন্ম। পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ স্ব পরিবার বর্গের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও তবারুক বিতরণ পূর্বক শোকসভাটি পরিসমাপ্তি ঘটে।