ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::
ছাতকের গোবিন্দগঞ্জ কেন্দ্রিয় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আশরাফুর রহমান চৌধুরী অসুস্থ্য হয়ে সিলেট জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তার এ রোগমুক্তি কামনায় গোবিন্দগঞ্জ কেন্দ্রিয় ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে রোববার বেলা ২টায় স্থানীয় গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি অনার্স কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ কেন্দ্রিয় ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন,
কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল ফজল মোহাম্মদ ত্বোহা। মাহফিলে গোবিন্দগঞ্জ কেন্দ্রিয় ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি সমুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, কোষাধ্যক্ষ আবদুস শহিদ, প্রচার সম্পাদক মো. ইব্রাহিম আলী, সহ-স্বাস্থ্য সম্পাদক ডাক্তার আবদুল হান্নান পীরসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।