রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত গাউসে জামান আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রাহ.) এর ওরশ ও মুফতিয়ে আহলে সুন্নাত আল্লামা ওবাইদুল হক নঈমী (রহ.) এর স্মরণ সভা গত ১৫ আগস্ট কর্ণফুলী থানাধীন শাহ্ মীরপুর, গাউসিয়া কমিটি তৈয়্যবিয়া মাওলানা নুরুল হক (রহ.) জামে মসজিদ শাখার ব্যবস্থানায় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী থানা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ইলিয়াছ মুন্সি। প্রধান বক্তা ছিলেন মাওলানা নুরুল হক আলকাদেরী,
মাওলানা ইউসুফ ফয়েজীর সভাপতিত্বে ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার মুদ্দারিছ মাওলানা মুহাম্মদ শামসুল আলম আলকাদেরীর সার্বিক তত্ত্ববধানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা হাসান রেজভী মাওলানা এম এ মাবুদ, মাওলানা ইসকান্দর আলম, মাওলানা ইসমাইল রেজভী, মাওলানা মোহাম্মদ হোসেন, মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা আব্দুর নুর, আব্দুল করিম সেলিম, মাওলানা বেলাল হোসেন সওদাগর, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন, সৈয়দ আলী সোহেল, দিল মোহাম্মদ, নজরুল ইসলাম বাবুল,
নুর হোসেন কোম্পানী, মুহাম্মদ শহীদ, শাইফকুল ইসলাম শফিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ মামুন, আমির হোসেন, মোঃ আলী, নুর মোহাম্মদ, মোহাম্মদ হোসেন, আব্দুল মালেক, মোঃ ফারুক প্রমুখ। অনুষ্ঠান শেষে মাওলানা মুহাম্মদ শামশুল আলম আলকাদেরীকে সভাপতি ও বেলাল হোসেন সওদাগরকে সাধারণ সম্পাদক করে গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী থানাধীন শাহ্ মীরপুর গাউসিয়া কমিটি তৈয়্যবিয়া মাওলানা নুরুল হক (রহ.) জামে মসজিদ শাখার ২২ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।