পুর নগরীর প্রাণকেন্দ্র নিউ মার্কেটে আগুনে ভস্মীভূত হয়েছে ২০টি দোকান। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অগ্নিকান্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি ইলেকট্রনিক্সের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় কমপক্ষে ২০টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রংপুর ফায়ার সাফিসের চারটি হারাগাছের দুটি, কাউনিয়ার দুটি ও মিঠাপুকুরের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
রংপুর ফায়ার সার্ভিসের সহকারি উপরিচালক শামসুজ্জোহা জানান, প্রায় ১৫ থেকে ২০ টি দোকান ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতি এখনো নিরুপন করা হয়নি। অগ্নিকান্ডে সূত্রপাত কিভাবে হলো এ বিষয়ে তদন্ত না করে কিছু বলা যাবে না।
কোতয়ালি থানার ওসি রেজাউল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ঈশাত জামান মুন্না,
নিজস্ব প্রতিবেদক